বুধবার সকালে মেমারি থানার অন্তর্গত বাগিলার কেষ্টপুর অথবা কৃষ্ণপুর মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা দীপা হাজারার বাড়িতে দিনের বেলায় চুরি হয়। পেশায় অঙ্গনওয়াড়ি কর্মীর দীপা হাজরা এদিন সকাল ৮ টা নাগাদ কাজে বেরিয়ে যান বাড়ি থেকে, আর তার পর তাঁর স্বামী দেবু হাজারাও কাজে চলে যান। আনুমানিক বেলা ১১-৩০ নাগাদ বাড়ি এসে দেখতে পান দরজার তালা ভাঙা ও ঘরের মধ্যে জিনিসপত্র ছড়ানো ছিটানো।