ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত হলেন এক ডেলিভারি বয়। সোমবার বিকেল পাঁচটা ৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুর থানার নাড়ই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বালুঘাটের দিক থেকে গঙ্গারামপুরের দিকে আসছিল একটি মাছ বোঝাই পিকআপ ভ্যান। ঠিক তখনই নাড়ই এলাকা থেকে ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করে ফিরছিলেন গঙ্গারামপুর থানার নন্দনপুরের বাসিন্দা বছর ২৩ এর সুজয় বর্মন। এরপরেই দ্রুত বেগে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যান গাড়িটি ডেলিভারি বয়ের বাইক