পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি রূপায়ণে গ্রাম পঞ্চায়েতের প্রধান,শিক্ষা জনস্বাস্থ্য উপ-সমিতির সঞ্চালক,এবং কর্মচারীদের ভূমিকা ও দায়িত্ব বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মানবাজার-২ নম্বর ব্লকে।বৃহস্পতিবার বেলা বারোটা থেকে মানবাজার দু নম্বর ব্লকের সভা গৃহে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন মানবাজার-২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্কু বিশ্বাস, মানবাজার দু'নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বাসন্তী মাহাতো,সহকারী সভাপতি সুধীর কুমার মুর্মু।