দুই গাড়ির সংঘর্ষে গুরুতর আহত প্রায় আটজন আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে আসা হলো রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল তারাপীঠে ভয়াবহ দুর্ঘটনা ঘটে দুই গাড়ির মধ্যে। তারাপীঠের গোপালপুর মোড়ে দুই গাড়ির মধ্যে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। স্থানীয় অটোচালক ও ফায়ার বিগ্রেড কর্মীদের তৎপরতায় দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর।