"এই অতি বর্ষণ ও বন্যা পরিস্থিতি ২৬ বছর আগে একবার হয়েছিল। ফের সেই পরিস্থিতি। নতুন করে একাধিক জলাধার থেকে জল ছেড়ে দিয়েছে। এবার জানিনা কি হবে? হয়তো আমাদের রাত জাগতে হবে"-মেদিনীপুরে এক অনুষ্ঠান মঞ্চে শনিবার সন্ধ্যায় আশঙ্কা প্রকাশ রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার।