NCC-তে রাজ্যসেরা পুরস্কারে ভূষিত আলগাপুর এ এল চৌধুরী কলেজের অধ্যাপক মেজর ড° হিফজুর রহমান। এ নিয়ে তাঁকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আলগাপুর এ এল চৌধুরী কলেজে। এ অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে তাকে সহযোগিতা করায় সহকর্মীদের প্রশংসা করেন। আর রাজ্য সরকার তাঁকে এ সম্মাননা প্রদানে অভিভূত বলেন তিনি বলে জানা গেছে মঙ্গলবার রাত সাড়ে নয়টা নাগাদ।