পরপর বারোটি দোকান চুরি।কোনো দোকানের দরজ ভেঙে তো কেনো দোকানের এ্যাজবেস্টের চাল ফুটো করে চুরি।প্রশ্ন নিরাপত্তা নিয়ে।শক্তিগড় থানার শক্তিগড় বাজার এলাকার ঘটনা।আলুর গদি থেকে ঠিকাদারের গোডাউন, পর পর বারোটি দোকানে চুরি। শক্তিগড় বাজার এলাকার ঘটনা। কারো দোকানে তালা ভেঙে, কোথাও দোকানের ছাদ কেটে চুরি হয়েছে। এই ঘটনায় উদ্বিগ্ন এলাকার ব্যবসায়ীরা। রাতে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অবিলম্বে ঘটনার কিনারা করার দাবি জানি