মৃতের নাম জানারুল দফাদার(২৪)। বীরভূমের কীর্ণাহার থানার হাটকালুয়া গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে বাইকে করে তিন বন্ধু মুির্শদাবাদের দিকে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। কৈতার কাছে অপরদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাঁদের বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে তিনজনই গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে বড়ঞা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জানারুল ও তাঁর এক বন্ধুকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।