বৃহস্পতিবার রাতের অন্ধকারে প্রতিবেশীর বাড়িতে ঢুকে এক যুবককে এলোপাথারি ভাবে ছুরির কোপ মারার অভিযোগ মন্তেশ্বরে। পুলিশ সূত্রে জানা যায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর পানবড়েয়া গ্রামে সুভাষ হাজরার ছেলেকে পারিবারিক বিবাদের জেরে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রে আঘাত করে পানবড়েয়া গ্রামের বাসিন্দা মনসুর শেখ ওরফে কালু শেখ।