অধিকার যাত্রাকে সামনে রেখে সোমবার বিকেলে তপন চৌরঙ্গীতে পথসভার আয়োজন করল বামপন্থী যুব সংগঠন RYF। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অধিকার যাত্রার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকারকে সামনে আনা। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য কমিটির সদস্য আজিজুর রহমান সহ RYF-এর একাধিক বিশিষ্ট নেতৃত্ব। বক্তাদের দাবি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকের স্বার্থ রক্ষার দাবিতে এই যাত্রা শুরু হয়েছে। বক্তৃতায় বর্তমান সরকারের জনবিরোধী নীতির বিরু