গত কয়েকদিন নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতি। নতুন প্রজন্মের যুবকদের সরকার বিরোধী আন্দোলনে জেরে বিপর্যস্ত গোটা দেশ। গণঅভ্যুত্থানের জেরে রাজনৈতিক পালাবদল ঘটে গিয়েছে। সুপ্রিম কোর্ট, আইনসভা, মূল প্রশাসনিক ভবন, বড় হোটেল এবং সরকারি ভবনের আগুন নিভে গেলেও ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারদিকে। এই পরিস্থিতিতে রাস্তার দখল নিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক অস্থিরতার জেরে ধিক ধিক করে জ্বলছে আগুন। নেপাল