দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানা এলাকায় অভিযুক্ত দীর্ঘদিন ধরে বেআইনি ভাবে মদ বিক্রি করছে এমনটি খবর পায় সাগরের আবকারী দপ্তরের পুলিশ। খবর পেয়ে ওই অভিযুক্তকে সাগর থানা এলাকা থেকে গতকাল গ্রেফতার করে পাশাপাশি ওই অভিযুক্তের কাছে ৪১ লিটার মদের হদিসও পায়। ওই অভিযুক্তকে গতকাল গ্রেফতার করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠালে? মহামান্য বিচারক ঐ অভিযুক্তকে সাতদিনে জেল হেফাজতের নির্দেশ দেয়।।