কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্ল্যান্টের কন্ট্রাকচুয়াল শ্রমিকদের কন্ট্রাক্টর এর দ্বারা শোষণর বিরুদ্ধে ও ইন্ডিয়ান অয়েলএর ন্যূনতম বেতন ও ন্যায্য পারিশ্রমিকের দাবিতে বৃহষ্পতিবার কন্ট্রাক্টর ও ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টে উচ্চপদস্থ অফিসারদের সাথে বিশেষ আলোচনা করলেন বিধায়ক অম্বিকা রায়। ভারতীয় মজদুর সঙ্গের কল্যাণী ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্ট এর সাধারণ সম্পাদক ও সদস্যদের সঙ্গে নিয়ে বিধায়ক এই আলোচনা করেন।