বিনামূল্যে শিশুদের পাঠশালা ও কোচিং করাচ্ছেন বাঘমুন্ডির বছর পঞ্চাশের অরুন চন্দ্র মাহাতো। এমনই ছবি ধরা পড়ল পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের ধনুডি গ্রামে। দীর্ঘ ২ বছর ধরে বিনামূল্যে শিশুদের পাঠশালা ও কোচিং সেন্টারে পাঠদান করাচ্ছেন বাঘমুণ্ডি ব্লকের মাঠা অঞ্চলের ধনুডি গ্রামের বাসিন্দা বয়স পঞ্চাশের অরুন চন্দ্র মাহাতো। নিজের ভিটেতে চার দেওয়ালের মধ্যে ফাঁকা ছাউনিতে গ্রামের শিশুদের বিনামূল্যে পড়াশুনা করিয়ে চলেছেন অরুন বাবু। তাঁর নেশা পড়ানো। আর তিনি নিজ উদ্যোগে গ্রামের শি