হুটমুড়া হাইস্কুল ময়দানে জেলা নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানে বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতোর মন্তব্যে সরগরম জেলার রাজনীতি।বিজেপি বিধায়ক বলেন বিরোধীদের প্লেয়ার কোথায় যে খেলবে?তাদের আধা জেলে আছে, আধা বেলে আছে,আবার অনেকে লাইন দিয়ে আছে।তো কে খেলবে ওদের? পাল্টা প্রতিক্রিয়া জেলা যুব তৃণমূল সভাপতির।