বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার প্রতিবাদে মালদায় পথে নামলো বিজেপি। মালদা শহরে রবীন্দ্র এভিনিউ এলাকায় বিশ্বকবির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয় বিজেপির পক্ষ থেকে। এরপর কিছুদিন আগে মালদার চাচলে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি পোড়ানো হয় সেই ঘটনার নিন্দা এবং ধিক্কার জানানো হয়। যদিও পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদ কর্মীকে গ্রেফতার করেছে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।