কৈয়া বাউন্ডারি খেলার মাঠে "কৈয়া চা বাগান" মালিকের নামাঙ্কিত প্রয়াত রমেশ্বর লাল শতদিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ মঙ্গলবার। এদিনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রামচন্ডি নিমাইচান্দপুর জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া। তিনি তার বক্তব্যে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং জেলা তথা রাজ্য স্তরে সুনাম উজ্জ্বল করতে আহবান জানান তিনি বিকেল সাড়ে ছয়টা নাগাদ।