ময়নাগুড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের রোড এবং উল্লা ডাবরি এলাকায় রবিবার সন্ধ্যা নাগাদ একটি ষাঁড়ের তান্ডবে নাজেহাল এলাকাবাসী। ক্ষিপ্ত ষাঁড় গরুটি যাকে তাকে শিং দিয়ে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, আবার কারো গাড়ি বা মোটরসাইকেল ফেলে দিচ্ছে, এই ক্ষিপ্ত ষাড় গরুর তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক সাইকেলসহ অন্যান্য জিনিস বলে জানান এলাকাবাসী। কি কারণে হঠাৎ এই ক্ষিপ্ত হয়ে উঠে এই ষাড় গরুটি তা তাদের অজানা।