টামনা থানার চাঁদমারি এলাকায় উপরে উঠে কাজ করার সময় অসাবধানবশত নিচে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক রংমিস্ত্রির । মৃত ব্যক্তির নাম রসরাজ মাহাতো । তার বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ডাবর বলরামপুর এলাকায় । দেহটির আজকে পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়াড়া মর্গে ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় আত্মীয়দের হাতে।