খয়রাশোল ব্লকের অন্তর্গত হজরতপুর অঞ্চলের ৪৫, ৪৬ ও ৪৭ নম্বর বুথ নিয়ে বুধবার বিকেল চারটা নাগাদ অনুষ্ঠিত হলো ‘আমার পাড়ায় আমার সমাধান’ এবং ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এদিনের শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লকের বিডিও ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী। এছাড়াও উপস্থিত ছিলেন হজরতপুর অঞ্চল সভাপতি প্রলয় ঘোষসহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিনিধি। স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও আবেদনপত্র গ্রহণ করা হয় এবং তা দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়।