বালুরঘাট : বালুরঘাট পৌরসভার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাট্যোৎসবকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে শহরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বালুরঘাট পৌরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সুরজিৎ ঘোষ, পঙ্কজ মহন্ত, প্রদোষ মিত্র সহ আরও অনেকে। নাটকের অতীত ও বর্তমান প্রসঙ্গে আলোচনায় উঠে আসে শহরের নাট্যচর্চার নানা দিক ও ভবিষ্যৎ সম্ভাবনা। দুপুর আড়াইটা নাগাদ শুরু হওয়া এই সভায় নাট্যপ্রেমীদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল।