নতুন টাউন হলে মনসা মঙ্গল প্রতিযোগিতায় প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় ওয়ার্ড নং. ১২‚ ওয়ার্ড নং. ২ এর ‘খ’ দল‚ ও ওয়ার্ড নং. ৩। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সৌর প্রতিম শর্ম্মা। সবশেষে অনুষ্ঠানের সভাপতি পিযুষ কান্তি দাস চৌধুরী সংক্ষিপ্ত আলোচনা রেখে গোটা অনুষ্ঠানের শুভসমাপ্তি করেন।