পুরো রাজ্যে শুরু হয়েছে বিজেপির নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট তাই সব জেলার সাথে সাথে পুরুলিয়া জেলায়" নরেন্দ্র কাপ" এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী খেলা শুরু হলো হুটুমুড়া মাঠে তাই পুরুলিয়া 1 নং বিজেপির টিম " বিবেকানন্দ যুব সংঘ" অংশগ্রহণ করেছে। টিম ম্যানেজার বিশাল দুবে জানান রাষ্ট্র হিত ও সংহতির আদর্শকে সামনে রেখে যুব ভাইদের উৎসাহিত করে মাঠ মুখি করার লক্ষে আমাদের এই উদ্যোগ।