করিমপুর ২ নম্বর ব্লকের অধীন মরুটিয়া থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো মরুটিয়া থানা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ও অ্যাডিশনাল এসপি ও এসডিপিও তেহট্ট আরো উপস্থিত ছিলেন করিমপুর দুই ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল. আজ আনুমানিক সকাল 11 টায় এই রক্তদান শিবির শুরু হয়. মোট ডোনার ৮০ জন রক্ত দেন