বৃহস্পতিবার রাতে কোচবিহার জেলার একাধিক থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার ১৭, উদ্ধার নগদ টাকা ও মদ , কোচবিহারে জানালেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এদিন পুলিশ সুপার জানান, বক্সিরহাট থানারপালিশ অভিযান চালিয়ে একটি জুয়ার বোর্ড থেকে চার ব্যক্তিকে গ্রেফতার করে এবং বোর্ড মানি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি পুন্ডিবাড়ী থানা থানা সহ মাথাভাঙ্গার নিশিগঞ্জ ফাঁড়ি ,মেখলিগঞ্জ থানা সহ একাধিক এলাকায় এই অভিযান চলে।এই ধরণের অভিযান চলতেই থাকবে জেলা পুলিশের পক্ষ থেকে।