পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল বৃদ্ধার। জামবনি থানার খাসিবাঁধ গ্রামের ঘটনা। মৃত বৃদ্ধার নাম মাহী মুর্মু (৭০)।মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, সোমবার দুপুরে স্নান করতে গিয়ে বাড়ি না ফেরায় বৃদ্ধার স্বামি জয়রাম মুর্মু গিয়ে দেখেন পুকুরে জলে ভেসে রয়েছেন বৃদ্ধা।পরিবারের সদস্যদের খবর দিলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।