শুক্রবার দুপুরে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল সংলগ্ন বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালায় ডাইরেক্টরেট ড্রাগ কন্ট্রোলের এক আধিকারিক নেতৃত্বে কর্মীরা,সেখানে জগবন্ধু মেডিকেল হল সহ বেশকিছু খুচরো ওষুধের দোকানে অভিযান চালিয়ে তাদের সঠিক কাগজপত্র আছে কিনা জানতে অভিযান চালানো হয়,যদিও কিছু দোকানের কাগজপত্র সঠিক থাকলেও জগবন্ধু মেডিকেল হলের সঠিক কাগজপত্র দেখাতে পারেনি,এবিষয়ে দপ্তর আধিকারিক সুপ্রকাশ মন্ডল জানান,তারা সোমবার কাগজপত্র নিয়ে অফিসে যাবেন।