জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে মন্তেশ্বর ব্লকের অধীনে ভাগড়া মূলগ্রামে কাকাকে ধারালো অস্ত্রের কোপ দেয় ভাইপো। বুধবার আহত অবস্থায় কাকাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ করে কাকা সঞ্জিত মালিক। লিখিত অভিযোগের ভিত্তিতে ভাইপো নিতাই মালিককে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয় ধৃত নিতাই মালিককে।