Diamond Harbour 1, South Twenty Four Parganas | Sep 25, 2025
দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার থানার বদ্রণ গ্রামে কীটনাশক খেয়ে দুই ব্যক্তির মৃত্যুর । মদের বোতলে ছিল কীটনাশক মদ ভেবে ওই দুই ব্যক্তি বৃহস্পতিবার দিন দুপুরে খায় এরপরে বুকের যন্ত্রণা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে কি কারণে মৃত্যু তা তদন্ত শুরু করেছে পুলিশ এ নিয়ে এডিশনাল এসপি জানালেন বিষক্রিয়াতে মৃত্যু হয়েছে