বাংলার মানুষের সিদ্ধান্তের সম্মান ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে শুরু হয়েছে *আমাদের পাড়া,আমাদের সমাধান* কর্মসূচি। আজ পুরুলিয়া ১ নং ব্লকের চাকলতোড় অঞ্চলের ৮৮ ও ৮৯ বুথকে একত্রিত করে উক্ত কর্মসূচি নিয়ে চাকলতোড় উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত ।