শনিবার খাতড়া মহকুমা আদালতে আয়োজিত লোক আদালতে একদিনেই নিষ্পত্তি হল ২,২৩০টি মামলা। মোট ওঠে ৪,০১২টি মামলা, যার মধ্যে ব্যাঙ্ক ঋণ, দুর্ঘটনা ও ছোটখাটো আইনি জটিলতা ছিল। নিষ্পত্তি হওয়া মামলার মাধ্যমে আদায় হয় প্রায় ৫৪ লক্ষ টাকা। তিনটি টেবিলে বিচারকার্য চলে। উপস্থিত ছিলেন বিচারক দিলীপকুমার দাস, জয়শ্রী দে, অনিমেষ ঘোষ প্রমুখ। সম্পাদক শুভেন্দু চট্টোপাধ্যায় জানান, দ্রুত মামলা নিষ্পত্তি সাধারণ মানুষকে স্বস্তি দেয়।