মেখলিগঞ্জ ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের হয়। অভিযোগ ছিল, নিয়ম বর্হিভূতভাবে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার মাধ্যমে ১৫০ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তিতে ইডাব্লিউএস আসনের উল্লেখ না থাকলেও ১৫ জনকে সেই কোটায় নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। প্রথমে মামলাটি সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দেয়। এরপর মামলাকারিরা ডিভিশন বেঞ্চে আবেদন জানান।