মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য জড়ালো এলাকায়। কেষ্টপুর স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাজোল কেষ্টপুর রাজ্য সড়ক সংলগ্ন এলাকায় রয়েছে একটি সরকারি বি এস এন এল টাওয়ার। বুধবার গভীর রাত্রিতে দুষ্কৃতীরা গাড়ি নিয়ে এসে ওই মোবাইল ফোন টাওয়ারের যোগানদার কে বেঁধে রেখে আগ্নেয়াস্ত্র ভয় দেখিয়ে দুষ্কৃতীরা মোবাইল টাওয়ারের অফিস ঘরের মধ্যে থেকে ৪৮ টি ব্যাটারি দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয়। এরপর এই ঘটনার খবর জানাজানি হতে বিএসএনএল দপ্তরের আধিকার