শনিবার দুপুর একটা ৩০ মিনিট নাগাদ তেঃমুড়া পুর পরিষদ অফিসের কনফারেন্স হলে তেঃমুড়া পুর পরিষদ এলাকায় আসন্ন দুর্গাপূজায় যাতে বিদ্যুতের কোন সমস্যা না হয় তারজন্য এক বৈঠক করা হয়। এই বৈঠকে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া। এছাড়াও উপস্থিত ছিলেন তেঃমুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা।