নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সারা বাংলা প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম হয়ে নজর কান্ড কালীগঞ্জের পলাশীর মীরার ষষ্ঠ শ্রেণির মৈনাক দাস। চলতি মাসের মাঝামাঝি রাজ্য স্তরের প্রায় দশ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষা দেয় তার মধ্যে মৈনাক প্রথম স্থান অধিকার করেছে। ফল প্রকাশ হতেই শনিবার খুশির হওয়া পরিবারের। শুধু পড়াশোনা নয় ছবি আঁকাতেও পারদর্শী মৈনাক,পূর্ব রেলের অমৃত-ভারত স্টেশন স্কিমের আওতায় অংকন প্রতিযোগিতায় শিয়ালদা ডিভিশনের মধ্যে প্রথম স্থান অধিকার করে।