IFA পরিচালিত কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনের খেলায় বৃহস্পতিবার রানাঘাট স্টেডিয়ামে পরস্পরের প্রতিদ্বন্দ্বীতা করতে মাঠে নামে কোল ইন্ডিয়া ও উত্তর পল্লী মিলন সংঘ। প্রচন্ড প্রতিদ্বন্দ্বিতামূলক এই খেলা এক এক গোলে অমীমাংসিত থাকে। এদিন খেলার প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়র্ধ্বে খেলা শুরুর দশ মিনিটের মধ্যে আকাশ দাসের করা গোলে ১ - ০ গোলে এগিয়ে যায় উত্তর পল্লী। এরপর দ্বিতীয়র্ধ্বের ২৪ মিনিটে সেই গোল পরিশোধ করে সমতা ফেরায় কোল ইন্ডিয়ার মঙ্গল দাস।