বাড়ি থেকে পালিয়ে অন্যত্র যাওয়ার আগে রেলের আরপিএফ দের হাতে উদ্ধার হল দুই নাবালক। খড়গপুর ডিভিশনের শালিমার এবং অপরকে খড়গপুর স্টেশন দুটি স্থান থেকে দুই নাবালককে উদ্ধার করে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে আরপিএফ কর্তারা জানিয়েছেন বুধবার সন্ধ্যায় খড়্গপুরে।