জোলাপাড়া বুথ এলাকায় ১১টি পরিবারের প্রায় ৩৫ জন ভোটার অনান্য রাজনৈতিক দল ছেড়ে থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল ।নবাগতদের হাতে দলীয় ঝান্ডা তুলে দেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস জানিয়েছেন যারা দলে যোগ দিয়েছেন তাদের আমরা স্বাগত জানিয়েছি। এই যোগদানের ফলে এই জোলাপাড়া বুথ এলাকায় সংগঠন শক্তিশালী হল বলে জানিয়েছেন জেলা সভাপতি।