দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পূজা কমিটির সঙ্গে সমন্বয় বৈঠক করল জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার বিকেল সাড়ে চারটায় বালুরঘাটের বালুছায়া সভাগৃহে আয়োজিত এই বৈঠকেই পূজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় দুর্গাপূজোর সরকারি অনুদান। এদিন জেলার মোট ৫০৬টি পূজা কমিটির হাতে অনুদানের চেক তুলে দেন প্রশাসনের কর্তারা। কুশমন্ডি ব্লকের মিতালী সংঘ, শেওড়াতলা স্পোর্টিং ক্লাব-সহ চারটি ক্লাবকেও সরাসরি এই অনুষ্ঠানে চেক দেওয়া হয়।