কার্শিয়াং মহাকুমার অন্তর্গত রামপুরিয়া বস্তি এলাকায় ৩৪ টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে যোগদান করল অনিত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাতে। এদিন দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন দলের কার্শিয়াং মহকুমা কমিটির সাধারণ সম্পাদক প্রণাম রসেইলি। দলে যোগদানকারীরা মূলত GNLF ও IGJF দল থেকে যোগদান করেছেন।