পাক্ষিক বেতনের দাবিতে চাবাগানের কাজ বন্ধ রেখে ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে টন্ডু থেকে বামনডাঙ্গা চাবাগানের ফ্যাক্টরি পর্যন্ত ছয় কিলোমিটার হাটিয়ে বিক্ষোভ দেখিয়ে নিয়ে যায়। সেখানেও বিকেল তিনটা পর্যন্ত দাড় করিয়ে ঘেরাও করে রাখে। শ্রমিকেরা এতটাই এদিন ক্ষেপে গিয়েছে যে ম্যানেজারকে ছয় কিলোমিটার হাটিয়ে নিয়ে বিক্ষোভ দেখায়। এই ঘটনা বিরল বলেই অনেকে মনে করছেন। এই চাবাগানের দুই শ্রমিক সাবিনা ওরাও ও রন্থি ওরাও বলেন, এমনিতেই আমাদের বিগত দিনে বহু কিছুই বকেয়া হয়ে রয়েছে।