দীর্ঘ দিন ধরে বেহাল হয়ে পড়েছিল পুরুলিয়ার রঘুনাথপুর ১নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রেলশহর আদ্রার সেবানগর থেকে পাঁচুডাঙ্গা চুড়িমহল্লা পর্যন্ত রাস্তাটি।যান চলাচল থেকে পথচারীদের পড়তে হচ্ছে ভীষণ অসুবিধার মধ্যে।এলাকার বাসিন্দাদের অসুবিধার কথা বুঝতে পেরে দেরি না করে ঐ বেহাল রাস্তাটির সংস্কারের কাজ শনিবার থেকে শুরু হল।