বগা পুজোকে কেন্দ্র করে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত মাধাইপুর গ্রামে মনসাকে মাথায় নিয়ে গ্রাম পরিক্রমা করল ওই এলাকার ভক্তরা মূলত প্রত্যেক বছরের মতো এ বছরও বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের অন্তর্গত মাধাইপুর গ্রামে মনসা পূজোকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার ভক্তদের ঢল দেখা গেল এই গ্রামে। মূলত আজ সকালে দেবী মনসার পুজোর পাশাপাশি দুপুর গড়াতেই গ্রাম জুড়ে মনসাকে নিয়ে চলে গ্রাম পরিক্রমা।