এ বিষয়ে রবিবার পথ চলতি সাধারণ মানুষ প্রতিক্রিয়া দেন। জানা গেছে দেওচরাই মোড় থেকে বলরামপুর হয়ে দিনা হাটা গামী রাজ্য সড়কটি বলরামপুর ছোট ব্রিজ থেকে দিনহাটা পর্যন্ত একেবারে বেহাল অবস্থা। মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই গর্তগুলোয় বৃষ্টির জল জমে মনে হচ্ছে এক একটি পুকুর তৈরি হয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে ওই রাস্তাটিতে।