নেপালে গিয়ে আটকে পড়ে রাজ্যের যুবক স্বপ্নজিৎ চৌধুরী, বাড়ি খয়েরপুর পুরাতন আগরতলায়। এই বিষয়ে খোঁজখবর নিতে বৃহস্পতিবার খয়েরপুর পুরাতন আগরতলা স্বপ্নজিৎ চৌধুরীর বাড়িতে যান এবং পরিবার সাথে দেখা করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, সঙ্গেছিল ৫ খয়েরপুর মন্ডল সভাপতি রাজেশ ভৌমিক সহ বিজেপি কার্যকর্তারা।