দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত রামকৃষ্ণপুর অঞ্চলের আলিপাড়া গ্রামে শনিবার দিন ভোরে এক পাঁচ বছরের শিশুকে সাপে কাটে প্রথমে তাকে কুলপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে রেফার করলে ডায়মন্ড হারবার হাসপাতালে তার মৃত্যু হয় ময়নাতদন্ত করা হয় ডায়মন্ড হারবার পুলিশ মরগে এই মৃত্যুতে পরিবারের নেমে আসে শোকের ছায়া