Download Now Banner

This browser does not support the video element.

নানুর: কীর্ণাহার রেলগেটে রেল পুলিশের উদ্যেগে বৃক্ষ রোপণ কর্মসূচি, উপস্থিত- রেল পুলিশের SI সহ অন্যান্য আধিকারিক'রা

Nanoor, Birbhum | Sep 13, 2025
পরিবেশ রক্ষা করতে ও সবুজায়নের লক্ষ্য নিয়ে পূর্ব রেলের তরফে ও কীর্ণাহার রেল পুলিশের উদ্যেগে শনিবার দুপুরে কীর্ণাহার রেলগেট সংলগ্ন স্থানে রেল কর্মীদের নিয়ে করা হয় বৃক্ষ রোপণ কর্মসূচি।উপস্থিত ছিলেন- কীর্ণাহার রেল আউট পোস্টের ইনচার্জ বিবেকানন্দ সিংহ, স্টেশন মাস্টার কৌশিক মণ্ডল, সেকশন ইঞ্জিনিয়ার অভয় কুমার সহ অন্যান্য রেল পুলিশ ও রেল কর্মীরা।আউট পোস্টের ইনচার্জ বিবেকানন্দ সিংহ জানান,সবুজায়নের লক্ষ্য নিয়ে প্রায় ১০০টি বৃক্ষ চারা রোপণ করে সমগ্ৰ এলাকাবাসি।
Read More News
T & CPrivacy PolicyContact Us