SSC নিয়োেগ দুর্নীতি মামলায় বর্তমানে হেপাজতে থাকা TMC MLA জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহাকে (সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর) তলব করল ED। বৃহস্পতিবার সাঁইথিয়ার বাড়ি থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তিনি, হাজিরা দিলেই বয়ান রেকর্ড করা হবে। ED সূত্রের খবর, প্রয়োজনে পিসি-ভাইপোকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। গত সোমবার জীবনকৃষ্ণ সাহার বাড়ির পাশাপাশি সাঁইথিয়া