পূর্বস্থলী চক্রের মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হলো এক অনন্য ‘পঠন মেলা’। রাজ্য শিক্ষা আলোচনা এবং কার্ডিয়োলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্দেশ্য—শিশুরা দেখে-দেখে শিখবে, নিজে-নিজে পড়বে এবং অন্যের পড়া শুনে উত্তর দিতে পারবে। পাঁচটি বিদ্যালয়ের অংশগ্রহণে এই মেলার উদ্বোধন করেন পূর্বস্থলী কলেজের অধ্যাপক ফিরোজ আলি খান।