বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ মাথাভাঙা পচাগর গ্রাম পঞ্চায়েত মেলার ডাঙ্গা এলাকায় বাইকের সাথে কাঠ বোঝাই একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন বাইক আরোহী আহত হয়েছে। আহতদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা দুজন বাইক চালক সমেত আরোহী মেলার ডাঙা দিয়ে যাচ্ছিল সেই সময় কার্ড বোঝাই ভটভটি মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে বাইক চালক সমেত বাইক আরোহী গুরুতর আহত হয় এবং বাইকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ।